গাজায় মুসলিমদের গণহত্যার প্রতিবাদে সাদুল্লাপুরে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
ইসরাইলী হায়েনা কর্তৃক ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ মুসলিমদের গণহত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের সচেতন মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ছাত্র-জনতা অংশ নেন।
বাদ যোহর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ইসরাইলের পণ্য বয়কট ও এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। শেষে সাদুল্লাপুর শহরের চৌমাথা মোড়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা জাহিদুল ইসলাম, সাদুল্লাপুর মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মাওলানা মাহফুজুর রহমান নোমানী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, গাইবান্ধা জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা আল আমিন, ধাপেরহাট ইউনিয়ন ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা মেহেদী হাসান, রসুলপুর ইউনিয়ন ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ এনায়েতুল মোস্তাফিজ রাসেল প্রমুখ।