সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘গুঞ্জন না ছড়ালে খুশি হব’

দেশ বিনোদন ডেস্ক

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে ২০১৪ সালে শোবিজে পা রাখেন নাজিফা তুষি। এরপর কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে। ২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ দিয়ে সিনেমায় অভিষেক ঘটে তার। তবে তুষি আলোচনায় আসেন মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে। এতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

সম্প্রতি কথা রটেছে- শাকিব খানের নায়িকা হচ্ছেন নাজিফা তুষি! আর তাদের নিয়ে সিনেমা নির্মাণ করবেন ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’র প্রযোজক আরশাদ আদনান। চমকপ্রদ তথ্য, এটি দিয়ে পরিচালক হিসেবে নাম লিখাতে যাচ্ছেন ভার্সেটাইল মিডিয়ার এই প্রযোজক।

তবে খবরটি সত্য নয় দাবি তুষির। তার ভাষ্য, ‘আমি শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছি অথচ আমিই জানি না। খবরটি সত্য নয়। সূত্র ধরে একটা কিছু লিখে দেওয়া আসলে কী ঠিক? আমার সঙ্গে শাকিব খান বা ভার্সেটাইল মিডিয়ার কারো সঙ্গেই এ বিষয়ে কোনো কথাই হয়নি।’

বক্তব্য না নিয়ে এমন খবর প্রকাশ করায় বেজায় চটেছেন তিনি। বলেন, ‘সূত্র ধরে হুট করে এমন গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না। আমি কাজেই আছি তবে অন্য কিছু নিয়ে। এসব নিয়ে গুঞ্জন না ছড়ালে খুশি হব। নতুন কাজের খবর আমিই জানাব।’

Share This

COMMENTS