রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে রাতের আঁধারে ধানের জমি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উঠতি ধানের জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামে ঘটনা ঘটেছে। ওই গ্রামের মৃত আব্দুর সালাম এর স্ত্রী সিরিনা বেওয়া অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগসূত্রে ও স্থানীয়রা জানান, গত সোমবার দিবাগত রাতে ভুক্তভোগীর বসতবাড়ি সংলগ্ন ২২ শতাংশ ধানের জমিতে লাগানো ২৮ ধান গাছে কে বা কারা ক্ষতিকর কীটনাশক স্প্রে করে। পরের দিন সকালে দেখা যায় উঠতি ধানের চারা গাছ পুড়িয়ে গেছে।
ফলে ভুক্তভোগীর আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। বিষয়টি স্থানীয়রা দেখে ও তাদের পরামর্শে দুর্বৃত্তদের সনাক্তকরণে থানায় শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।
লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This