গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে নবান্ন উৎসব উদযাপিত হয়। শনিবার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই নবান্ন উৎসব উদযাপন করা হয়।
নবান্ন উৎসব বাঙালির সংস্কৃতির অংশ হলেও কোথাও তা পালিত হয়নি, একমাত্র গাইবান্ধার সাঁওতাল পল্লীতে এই নবান্ন উৎসব পালিত হয়। গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের জয়পুর এলাকার শ্যামল-মঙ্গল মার্ডি-রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সাংগঠনিক সম্পাদক প্রিসিলা মুরমু, সাঁওতাল নেতা ব্রিটিশ সরেন, তৃষ্ণা মুরমু প্রমুখ বক্তব্য দেন।