শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকাল ৪ টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ বসির আহাম্মেদ, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, শহরগছি আদর্শ ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম, কারিগরি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি প্রভাষক আবু রায়হান সহ বিভিন্ন শিক্ষা প্রধানগণ, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে কলেজ পর্যায়ে বিজয়ী গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ১ম স্থান, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ১ম স্থানসহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হয়েছে।

Share This