দিনাজপুর প্রতিনিধি
রোববার দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা ইসলামীয়া এবতেদায়ী মাদরাসা প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন মাদ্রাসার আজীবন সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও চট্রগ্রামের জাহাজ ব্যবসায়ী আলহাজ্ব মো. আহসান হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন ঘুঘুডাঙ্গা ইসলামীয়া এবতেদায়ী মাদরাসা কমিটির সহ-সভাপতি মো. মোকছেদুল আলম, সাধারন সম্পাদক মো. ইরফান আলী, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সদস্য সাবেক সেনা সদস্য নুর আলম, সাইফুল ইসলাম, আমজাদ আলী, মো. আব্দুস সালাম, সাইদুর রহমান প্রমুখ।
আলহাজ্ব মো. আহসান হাবিব বলেন, পরিবেশ রক্ষায় গাছের তুলনা হয় না। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে। আমাদের উচিত খালি জায়গা পেলে বৃক্ষ রোপন করতে হবে।
বৃক্ষরোপন শেষে আলহাজ্ব মো. আহসান হাবিবের সহধর্মিনী নাসরিন আকতার সহ তার পরিবারের সুস্থতা কামনা এবং মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ।