ঘোড়াঘাটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঘোড়াঘাট পৌর জামায়াতের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট পৌর যুব বিভাগের সভাপতি মো. জাকারিয়া ইসলাম এর সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারি মো. আল মামুন হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর জামায়াতের আমির হাফেজ মো. সাইফুল ইসলাম ও সেক্রেটারী মো. রাকিব হোসেন ।
এ সময় বক্তারা বলেন, পৃথিবীর যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, আজকের আধুনিকতার ছোঁয়া এবং যুগে যুগে যত বিপ্লব সাধিত হয়েছে তার পিছনে যুবকদের ভূমিকা রয়েছে অতুলনীয়। বাংলাদেশে স্বাধীনতার আগেও পরে যত বিপ্লব হয়েছে, নিকট অতীতে যে গণঅভ্যুত্থান ঘটেছে তা ছাত্র-যুবকদের দ্বারাই সংঘটিত হয়েছে। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে। এ সময় পৌর ও ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল যুবকরা উপস্থিত ছিলেন ।