
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকের খেত থেকে পাকা ধান কেটে নেওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মিনহাজুল ইসলাম ওই দিন রোববার ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের একই গ্রামের মারুপাড়া এলাকার গোলজার রহমান (৫৫), জিল্লুর রহমান (৩৫), সুরুজ্জামান ওরফে সুরুজ মিয়া(২৫), নুর ইসলাম(৪৫) ও জিয়াউর রহমান (৫০)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মারুপাড়া গ্রামের মিনহাজুল ইসলামের দাদার ক্রয় সূত্রে পাওয়া ৩৩ শতাংশ জমিতে চলতি মৌসুমে ধানের আবাদ করেন। কিন্তু রোববার রাতে অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি নিজেদের দাবি করে একটি টিনের ঘর নির্মাণ করে ভোরে পাকা ধান কেটে নেন। এতে বাধা দিতে গেলে তাঁরা লাঠি-সোঠা ও ধান কাটার কাঁচি নিয়ে মিনহাজুলকে মারার জন্য তেড়ে যান। ভয়ে তিনি সেখান থেকে চলে গিয়ে থানায় একটি এজাহার দেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আসামিদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান আছে।