বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে দশ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে দশ মাদক মামলার আসামি হুরি বেগমকে (৪০) টাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে উপজেলার ভেলাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হুরি বেগম উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই আহনাফ তাহমিদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হুরী বেগম নামের ওই নারীকে আটক করে। এ সময় সন্দেহভাজন ওই নারী কাছে বিশেষসভাবে রক্ষিত সাদা কৌটার ভিতর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ১০৫ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হুরী বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে থানায় একাধিক মামলার রয়েছে। বুধবার আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।

Share This