
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
করতোয়া নদীতে অবৈধভাবে বালু তোলায় দুই জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। এর আগে গত ৩০ ডিসেম্বর বুলাকিপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন কে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালু পয়েন্টে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন, উপজেলার কুলানন্দন পুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসনের ছেলে শরীয়ত হোসেন (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় ছোট ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি এজাহার দায়ের করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি একটি ট্রাক্টরসহ হাতেনাতে এজাহার ভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এজাহার ভুক্ত দুজকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে অবৈধ ভাবে বালু উত্তোলন করার স্থান থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। আজ শনিবার গ্রেপ্তার আসামিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।