
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পুড়ইল মোল্লাভাগ সতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গনে এ অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও মহি উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেষ করেন, ইসলাহে মিল্লাত ট্রাস্ট ঘোড়াঘাট এর চেয়ারম্যান আজিজার রহমান , পালশা আছিয়া খাতুন চৌধুরী দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল্লা সরকার, ঋয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন, জয়হার দাখিল মাদ্রাসার সাবেক সুপার জালাল উদ্দীন , বৈগ্রাম দাখিল মাদ্রাসার সাবেক সুপার আবুল কালাম ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ইমরান হোসাইন।
সমাবেশে বক্তাগণ মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার্থী দিয়ে সহযোগিতা, শিক্ষার মানোন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য পেষ করেন। সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।