শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জানান এর উপস্থিতিতে আজ মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা কৃষি অফিস কার্যালয়ে ২৫০ কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, “২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার মোট ১ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ উপজেলার ২৫০ কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়েছে।”
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মূল ভূমিকা রাখছেন। বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ কৃষি প্রণোদনার এই ধারাবাহিকতা কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং তাদের মনোবল আরও বাড়াবে। প্রত্যেক কৃষক যেন সঠিকভাবে এই বীজ ও সার ব্যবহার করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
শেষে উপকারভোগী কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তাও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Share This