সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন: প্রতিক পেয়েই প্রচারণায় সরগরম ভোটের মাঠ

নিজস্ব প্রতিবেদক

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের, চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর নবাবগঞ্জসহ তিনটি উপজেলায় আগামী জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিক বরাদ্দ পেয়েই প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের ¦ারে ¦ারে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন এসব উপজেলার প্রতিদ্বন্দি প্রার্থীরা। সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ,গণসংযোগ আর উঠান বৈঠকে ব্যাস্ত প্রার্থীরা।

জানাগেছে, দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

গত ২০মে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্রসাহা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতিক পেয়ে প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের ¦ারে ¦ারে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

নির্বাচনকে কেন্দ্র করে ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে শহর গ্রামের অলি গলি। চায়ের দোকান গুলোতে জমে উঠেছে আড্ডা, সকাল থেকে গভির রাত পর্যন্ত ভোটাররা তাদের সমর্থিত প্রার্থীদের নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ফুলবাড়ী উপজেলায়: চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল) প্রতিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (ঘোড়া) প্রতিক রফিকুল ইসলাম মন্টু (আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী (চশমা) প্রতিক, মকলেছার রহমান (উড়ো জাহাজ) প্রতিক, মামুনুর রশিদ (তালা) প্রতিক সোলায়মান মন্ডল (টিউবওয়েল) প্রতিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার (কলস) প্রতিক, শিউলি রানী রায় (ফুটবল) প্রতিক হাজরা বিবি (হাস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ফুলবাড়ী উপজেলায় এক লাখ ৫২ হাজার ৪৭৬জন ভোটার। এর মধ্যে মহিলা ভোটার ৭৬ হাজার ২০৪ জন পুরুষ ভোটার ৭৬ হাজার ২৭১জন এবং তৃতীয় লিঙ্গের ১জন। উপজেলার ৬৩টি কেন্দ্র ৪৩৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে পার্বতিপুর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. হাফিজুল ইসলাম প্রামাণিক (আনারস) প্রতিক, জাপা সভাপতি কাজী মো. আব্দুল গফুর (দোয়াত কলম) প্রতিক, মো. হজ্জাজুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিক মো. আতিকুর রহমান আতিক (ঘোড়া) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. শফিকুর রায়হান নেতা (টিউবওয়েল) প্রতিক মো. আমিরুল মোমেনিন (তালা) প্রতিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকশানা বারী রুকু (ফুটবল) প্রতিক সুলতানা নাসরিন (কলস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলায় মোট ভোটার লাখ হাজার ৩৫২ জন।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো. আতাউর রহমান আনারস প্রতিক, তাজওয়ার মোহাম্মদ ফাহিম ঘোড়া প্রতিক নিজামুল হাসান শিশির মোটরসাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। চতুর্থ ধাপে আগামী জুন দিনাজপুরের এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share This