নিজস্ব প্রতিবেদক
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের, চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জসহ তিনটি উপজেলায় আগামী ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিক বরাদ্দ পেয়েই প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের দ¦ারে দ¦ারে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন এসব উপজেলার প্রতিদ্বন্দি প্রার্থীরা। সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ,গণসংযোগ আর উঠান বৈঠকে ব্যাস্ত প্রার্থীরা।
জানাগেছে, দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
গত ২০মে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্রসাহা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতিক পেয়ে প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের দ¦ারে দ¦ারে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
নির্বাচনকে কেন্দ্র করে ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে শহর ও গ্রামের অলি গলি। চায়ের দোকান গুলোতে জমে উঠেছে আড্ডা, সকাল থেকে গভির রাত পর্যন্ত ভোটাররা তাদের সমর্থিত প্রার্থীদের নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ফুলবাড়ী উপজেলায়: চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন (মোটরসাইকেল) প্রতিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (ঘোড়া) প্রতিক ও রফিকুল ইসলাম মন্টু (আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী (চশমা) প্রতিক, মকলেছার রহমান (উড়ো জাহাজ) প্রতিক, মামুনুর রশিদ (তালা) প্রতিক ও সোলায়মান মন্ডল (টিউবওয়েল) প্রতিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার (কলস) প্রতিক, শিউলি রানী রায় (ফুটবল) প্রতিক ও হাজরা বিবি (হাস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ফুলবাড়ী উপজেলায় এক লাখ ৫২ হাজার ৪৭৬জন ভোটার। এর মধ্যে মহিলা ভোটার ৭৬ হাজার ২০৪ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ২৭১জন এবং তৃতীয় লিঙ্গের ১জন। উপজেলার ৬৩টি কেন্দ্র ৪৩৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে পার্বতিপুর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. হাফিজুল ইসলাম প্রামাণিক (আনারস) প্রতিক, জাপা সভাপতি কাজী মো. আব্দুল গফুর (দোয়াত কলম) প্রতিক, মো. হজ্জাজুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিক ও মো. আতিকুর রহমান আতিক (ঘোড়া) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. শফিকুর রায়হান নেতা (টিউবওয়েল) প্রতিক ও মো. আমিরুল মোমেনিন (তালা) প্রতিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকশানা বারী রুকু (ফুটবল) প্রতিক ও সুলতানা নাসরিন (কলস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৩৫২ জন।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো. আতাউর রহমান আনারস প্রতিক, তাজওয়ার মোহাম্মদ ফাহিম ঘোড়া প্রতিক ও নিজামুল হাসান শিশির মোটরসাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। চতুর্থ ধাপে আগামী ৫ জুন দিনাজপুরের এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।