বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর সাবেক পাবলিক রিলেশন অফিসার তারেকুজ্জামান চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাওফিল অনুষ্ঠিত হয়েছে। তারেকুজ্জামান চৌধুরী গত ২১ডিসেম্বর ২০২৩ সালে সড়ক দুঘটনায় বিরামপুরে মারা যান।
আজ রবিবার দুপুরে বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর পরিচালক ও (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মসফিকুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীন আইনজীবি এ্যাডভোকেট মওলা বক্স, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, সমাজসেবক দেওয়ান হাসানুজ্জামান হাসান, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান হোসেন, মহিলা কলেজের প্রভাষক মো. মসফিকুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর উপজেলা দূর্নীতি পরিষদ কমিটির সদস্য ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মো. মাহমুদুল হক মানিক, সরকারী শিক্ষক ও তারেকুজ্জামান চৌধুরীর সহধমীনি জান্নাতুল ফেরদৌস লিজা, সরকারী শিক্ষক আশেকুর রহমান, শিক্ষার্থী নুসরাত জাহান জেমি ও ফাহমিদা ইয়াসমিন অণু প্রমুখ।
দোয়া মাহফিল শেষে বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমীর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।