বুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চার দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ। আজ সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক মামুনুর রশীদ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম, হাসু ইসলাম, এনামুল হক। এছাড়াও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী মো. আসিফ মাহমুদ ও মেরাজ হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পরিকল্পনায় এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কেনার পর ২০১৭-২৪ সাল পর্যন্ত ব্যাংকে নিজের সম্পত্তি ভেবে নামে বে-নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। ওই সময় আমরা সাধারণ গ্রাহকরা এই ব্যাংকে ঋণ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। শুধু তাই নয়, ওই সময় তারা প্রায় সাড়ে ৮ হাজার অদক্ষ কর্মকর্তা কর্মচারী কে কোন রকম পরীক্ষা ভাইভা ছাড়াই অবৈধভাবে নিয়োগ দেয়। এতে সৎ ও যোগ্য চাকুরী প্রত্যাশীরা বঞ্চিত হয়। নিয়োগপ্রাপ্ত সাড়ে ৮ হাজার কর্মকর্তা কর্মচারীর মধ্যে একটি নির্দিষ্ট উপজেলারই প্রায় ৫ হাজার কর্মকর্তা কর্মচারী বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এ অবৈধ নিয়োগের মাধ্যমে সারাদেশের সাথে বৈষম্য করা হয়েছে। ২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনা সরকারের পতনের সাথে সাথে এস আলম গ্রুপের মালিক পালিয়ে গেলেও তাদের নিয়োগ দেয়া কর্মকর্তারা বহাল রয়েছে এই ব্যাংকে।
বক্তারা বলেন, এই সমস্যা উত্তোরণে গ্রাহকদের এখনই সোচ্চার হতে হবে। আমাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। চার দফা দাবিগুলো হলো- ২০১৭-২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে; দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগের ব্যবস্থা করতে হবে; এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে; যে সমস্ত ব্যাংক কর্মকর্তা মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে ইসলামী ব্যাংকের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Share This