
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার বেলা ১১ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের করঞ্জি গ্রামের বাসুয়াপাড়ার জনৈক বাবলুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সামিউল নামে এক ছেলে ঘাস কাটতে গেলে পুকুরে মরদেহ ভাসতে দেখে লোকজনকে জানায়। এরপর থানায় জানানো হলে পুলিশ দ্রুত এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।
থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রকৃত পরিচয় জানতে ডিএনএ টেষ্ট করানো হবে। এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ও পরামর্শ মোতাবেক মামলা করা হবে।