বৃহস্পতিবার, ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে একদিনে ৮৪ হাজার গাছের চারা রোপণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চিরিরবন্দরে দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় একদিনে ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার শিশু পার্কে গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

এসময় সকল কর্মকর্তা, সকল কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিকগণ একযোগে গাছের চারা রোপণ করেন। এরপর শহীদ সুমন স্টেডিয়াম, রাস্তার ধারে, কবরস্থানসহ ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের নির্দেশনায় সকল ইউনিয়ন পরিষদে ৭ হাজার করে মোট ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়। গাছের চারা রোপণ উদ্বোধনের সময় জেলা সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ, উপজেলা বন কর্মকর্তা রায়হান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রমূখসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার ১০৩ টি ইউনিয়ন, ৯ টি পৌরসভায় সকাল ৯ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত ৮ লক্ষ গাছের চারা রোপণ করা হয়।

Share This