চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র কার্ড বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নে ব্যক্তির সঙ্গে ফ্যামিলি (টিসিবি) কার্ডের কোনো মিল খুঁজে পাওয়া যায়না। চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউপি সদস্য সুফিয়া বেগম তার পরিষদের সদস্য এবং ইউপি সচিব আনিছুর রহমানের নেতৃত্বে একটি মনগড়া তালিকা তৈরি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র মালামাল বিতরণ করেছেন। যা অনলাইনে ও প্রকাশ করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র মালামাল বিতরণের পুরাতন তালিকা বাদ দিয়ে অনিয়ম, দুর্নীতি ও স্বজন প্রীতি মাধ্যমে টিসিবি'র একটি নতুন তালিকা তৈরি করে মালামাল বিতরণ করেছেন। এতে করে এলাকার গরীব, অসহায়-দুঃস্থ ব্যক্তিরা টিসিবি'র মালামাল থেকে বঞ্চিত হয়েছেন।
দক্ষিণ ভবানীপুর গ্রামের আফতাব উদ্দিন ওরফে থেল্লু (৮০), কেশবপুরের সুমঙ্গল রায় (৬২), হরনন্দপুরের মালেকা বেগম (৭২) বলেন, আমরা বিগত দিনে ঠিকই টিসিবির মালামাল পেয়েছিলাম। কিন্তু এবার টিসিবির মালামাল তুলতে গিয়ে জানতে পারলাম তালিকায় আমাদের নাম নেই। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও মালামাল না পেয়ে খালি হাতে বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছি। শুধু তারাই নন- এরকম আরো অনেক ব্যক্তিরই একই অভিযোগ।
এ ব্যাপারে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউপি সদস্য সুফিয়া বেগম বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যার আমাকে পুরাতন কার্ড দিয়েই টিসিবির মালামাল বিতরণ করার কথা বলেছিল। কিন্তু আমরা নতুন তালিকা তৈরি করে টিসিবির মালামাল বিতরণ করেছি। যা এখনও অনলাইনে রেজিষ্ট্রেশন করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহাতুজ জোহরাবলেন, টিসিবির কার্ড পরিবর্তনের কোনো নির্দেশনা দেয়া হয়নি। আমি পুরাতন কার্ড দিয়েই টিসিবির পণ্য বিতরণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।