সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চিরিরবন্দরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আফতাব উদ্দিন মোল্লা।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক, কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা,বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার, ছাত্রদের পক্ষ থেকে রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানবৃন্দ, সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

Share This