চেস টূর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গওশেজ ভেঞ্চার্স উইকেন্ড চেস টূর্নামেন্টের ৯ম আসরের ৬ষ্ঠ রাউন্ডের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৬ টায় শহরের মালদাহপট্রি এলাকায় গওশেজ ভেঞ্চার্স উইকেন্ড চেস টুর্নামেন্টের আয়োজনে নিজস্ব ভবনে ৯ম আসরের ৬ষ্ঠ রাউন্ডের চেস টূর্নামেন্টে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত পনেরো টি দলের ৩০ জন খেলোয়াড়ের অংশগ্রহনে খেলায় ৮ জন বিজয়ী হয়। চেস টূর্নামেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন ফিদে অরবিটার মো. ইয়াসিন আরাফাত। সহকারী বিচারক মো. আকমল হোসেন।
গওশেজ ভেঞ্চার্স উইকেন্ড চেস টূর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গওশে শাহরিয়ার তত্ত্বাবধানে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান গ্র্যান্ড ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল। এসময় উপস্থিত ছিলেন দাবা প্রিয় বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ।