অনলাইন ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সাথে দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। এর মাধ্যমে এবারের মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালিয়ান জায়ান্টরা।
শেষ চারে ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
মিলানের সান সিরোতে প্রচন্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে দুই দল মুখোমুখি হয়। যে কারণে কোনো দলই স্বাভাবিক খেলা খেলতে পারেনি।
২০১০ সালে হোসে মরিনহোর অধীনে ইন্টার সিরি-এ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপ জয় করেছিল। এবারও সেই আশায় এগিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। নাপোলির থেকে তিন পয়েন্ট এগিয়ে সিরি-এ লিগে শীর্ষে রয়েছে ইন্টার। একইসাথে ঘরোয়া কাপেরও সেমিফাইনালে উঠেছে। দুই বছর আগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়নি। এবার আর ইউরোপীয়ান এলিট ক্লাব প্রতিযোগিতায় সেই ভুল করতে চায় না ইন্টার।
ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আগের তিনটি এ্যাওয়ে ম্যাচেই জয়ী হয়েছিল বায়ার্ন। কিন্তু এবার ইনজুরির কাছে হার মানতে হলো বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের।
১৫ বছর আগে সেমিফাইনালে বার্সেলোনাকে পরাজিত করার রেকর্ড রয়েছে ইন্টার। আগামী ৬ মে সান সিরোতে তারই পুনরাবৃত্তি করতে চায় সিমোনে ইনজাগির দল।
৫২ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের গোলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতায় ফিরে বায়ার্ন। ৫৮ মিনিটে ডিমারকোর কর্ণার থেকে লাউটারো মার্টিনেজের গোলে আবারও এগিয়ে যায় ইন্টার। তিন মিনিট পর আরো একটি কর্ণার থেকে পাভার্ড তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলে পুরো সান সিরো উল্লাসে ফেটে পড়ে। ৭৬ মিনিটে এরিক ডায়ার গোল করলেও তা বায়ার্নের হার এড়াতে পারেনি।