ছবিলাল সরকারের জামাতা ক্ষিরোদ কুমারের পরলোক গমন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রেসক্লাবের কেয়ার টেকার ছবিলাল সরকার এর একমাত্র জামাতা ক্ষিরোদ কুমার সরকার চিকিৎসাধীন অবস্থায় ভারতের দিল্লীর ফটিকস হাসপাতালে গতকাল শুক্রবার পরলোক গমন করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সংবাদপত্রে কর্মরত বিনোদ কুমার সরকার, লক্ষন কুমার এর ভাতিজি জামাই এবং পল্লি উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক রনজিৎ কুমার সরকার এর একমাত্র ভগ্নীপতি। ক্ষিরোদ কুমার সরকার স্থানীয় আজকের প্রতিভায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন।
ভারত থেকে তার মৃতদেহ আগামীকাল রোববার বিকেলে ঢাকায় পৌঁছাবে। একই দিন দিনাজপুরে রাতে রাজবাটি গাবুড়া শ্মশানে দাহ করা হবে। এর আগে রাজবাটি নিজ বাড়িতে ক্ষিরোদের মৃতদেহ দর্শনের জন্য রাখা হবে।
তার মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু , সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ সকল সাংবাদিক , ক্যামেরা পার্সনরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।