সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


রংপুর প্রতিনিধি
রংপুরের একটি ছাত্রীনিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরীর চারতলা মোড়ের আলম ছাত্রীনিবাস থেকে জয়শ্রী রানী জয়া (২০) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
জয়া লালমনিরহাটের আদিতমারি ভাদাই ইউনিয়নের সিনেমাহল এলাকার মৃত বিমেশ্বর বর্মনের মেয়ে। তিনি নার্সিং ভর্তির জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি ছিলেন। মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা নগরীর চারতলার মোড়ের আলম ছাত্রীনিবাসের নিচতলা থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, গত রাতে একজনের সঙ্গে প্রায় দুঘণ্টা ফোনে কথা হয়েছে জয়ার। সকাল ৯টার দিকে তার রুমমেট কোচিং করতে গেলেও তিনি যাননি। কোচিং শেষে তার রুমমেট ফিরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

Share This