সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির বাদশা, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তন্ময় হোসেন, ছায়েবিন আলম, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকায় চোখ হারানো আহত রশিদুল ইসলাম, পা হারানো ফয়েজ উদ্দিন এবং ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে বিরামপুরে ছোড়াগুলিতে আহত ময়নুল, আরবার, হাসনাইন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক মো. কারুজামান, দুপ্রক সদস্য মাহমুদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোআ অনুষ্ঠিত হয়।

Share This

COMMENTS