ছাত্র জনতার বিপ্লবের স্বাধীনতা রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে
- সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
গত জুলাই- আগস্ট যারা দেশের জন্য আত্মহুতি দিয়েছে, তাদের রক্তের দাম বৃথা যেতে দেয়া হবেনা। যারা ভারতের দালাল, তারা ভারতে পালিয়ে গেছে। ১৯৭১ সালে ভারতে পালিয়ে গিয়েছিল, ২০২৪ সালে এসে আবার ভারতে পালিয়ে গেছে। দেশে গভীর ষড়যন্ত্র চলছে, ছাত্র জনতার বিপ্লবের স্বাধীনতা রক্ষা করতে সকলকে সজাগ থাকতে হবে। নতুন স্বাধীনতা রক্ষার কোন বিকল্প নাই। যতদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকবে, ততদিন শেখ হাসিনা বাংলার মাটিতে ঢুকতে পারবেনা। তাদের ষড়যন্ত্র সফল হবেনা।
গতকাল শনিবার রাত ৮ টায় চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন বিএনপি আয়োজিত ঘন্টাঘরবাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
সাতনালা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবেদ আলী শাহের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আওয়ামীলীগের নেতারা মসজিদের গম চুরি করে মসজিদের টাকা আত্মসাত করেছিল। সকল ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের প্রখ্যাত আলেমদের বিনা কারনে জেলে পাঠানো হয়েছিল। শেখ হাসিনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চিকিৎসা করতে দেয়নি। অমানুষিক নির্যাতন করেছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? বিএনপির কোন বিকল্প নাই, বেগম খালেদা জিয়ার বিকল্প নাই, তারুন্যের অহংকার তারেক রহমানের বিকল্প নাই।
উক্ত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. মজিবর রহমান শাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সদস্য মো. নুরে আলম সিদ্দিকী নয়ন, দিনাজপুর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. আ ন ম হাবিবুল্লাহ, মো. নুর আলম সরকার দুলু, সহকারী অধ্যাপক মেছবাহুল ইসলাম, সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ময়েন উদ্দিন শাহ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আজগার আলী, রেজওয়ানুল হক বাবু প্রমুখ বক্তব্য রাখেন। জনসভায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।