পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারাদেশের মধ্যে পঞ্চমও রংপুর বিভাগে ২য় স্থান অর্জন করেছে পীরগঞ্জ উপজেলা। এই সাফল্যের পিছনে নিরলসভাবে কাজ করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। তাঁর সঠিক দিকনির্দেশনা অনন্য নেতৃত্ব ও সমন্বিত কার্যক্রমের ফলাফলে এ অর্জন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহজালাল।
স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পীরগঞ্জ উপজেলায় নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২২.৪০ শতাংশ অর্জিত হয়েছে। জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে রংপুরের পীরগঞ্জ উপজেলা। এ পরিসংখ্যানে প্রথম হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা, ২য় হয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা এবং তৃতীয় হয়েছে চট্টগ্রামের জেলার সীতাকুণ্ড উপজেলা।
স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের ফলে এ অর্জন। নিবন্ধন কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, পুরস্কার ভিত্তিক প্রতিযোগিতা, বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ অর্জন নিঃসন্দেহে আনন্দ ও গর্বের। আমি শুধ টিম লিডার হিসেবে কাজ করেছি। এ সফলতার পিছনে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।