বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে মেলার অনুমোদন বাতিল হলেও চলছে বেচাকেনা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলার অনুমোদন বাতিলের পরও চলছে জমজমাট বেচাকেনা। মেলার যাত্রাপালার প্যান্ডেল খুলে ফেলা হলেও এখনও মেলায় কাঠের ও স্টিলের আসবাবপত্রসহ নানা দোকানপাট রয়েছে। দোকানদাররা বলছেন, অনুমোদন বাতিলের পর তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
মেলার দোকানদারদের অভিযোগ, মেলা কর্তৃপক্ষ তাদের কাছ থেকে জায়গা বরাদ্দ বাবদ প্রতি স্কয়ার ফিট ৪২০ টাকা হারে ১২ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। এর পরও মেলায় আসবাবপত্র বিক্রির সময় প্রতিটি পণ্য থেকে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হাসিল আদায় করা হচ্ছে। কেউ রসিদ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রাপালা, মোটরসাইকেল খেলা ও রাইডসের প্যান্ডেল খুলে নেয়া হয়েছে। তবে এখনও রয়েছে ২৫০টির বেশি আসবাবপত্রের দোকান। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা এখনও তাঁদের মালামাল বিক্রির চেষ্টা করছেন।
নওগাঁ থেকে আসা আসবাবপত্র ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, ১০ হাজার টাকা জায়গা ভাড়া দিয়েছি। এখনও একটিও মাল বিক্রি করতে পারিনি। বরং বাড়তি খরচ পড়ে গেছে।
মেলায় আসবাবপত্র কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে হাসিল আদায় করায় ক্ষোভ বিরাজ করছে। ক্ষেতলালের ফেরদৌস হোসেন বলেন, ১২ হাজার টাকায় আলমারি কিনেছি। আমার কাছ থেকে আবার ৩০০ টাকা হাসিল নিয়েছে। এটা তো একধরনের চাঁদাবাজি।
জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, জননিরাপত্তা ও শর্ত ভঙ্গের কারণে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেলা ও যাত্রাপালার অনুমোদন বাতিল করা হয়েছে।

Share This