বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট হলেন আক্কেলপুরের রাজন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন সাল্লিম মন্ডল রাজন। তিনি আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
রাজন সরকারি মুজিবর রহমান কলেজে প্রথমবারের মতো ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
রাজন বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চল পিআরএম টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।এছাড়াও দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালীন সেবায় তার সক্রিয় অংশগ্রহণ ফলে বাংলাদেশ স্কাউট থেকে ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে। রাজন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পিআরএম ফটোগ্রাফি টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি।
রাজন একজন প্রতিভাবান আলোকচিত্রী। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় তার একটি আলোকচিত্র প্রদর্শিত হয়, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তিনি ইউনেস্কো সহ দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
রাজনের এই সাফল্যে সরকারি মুজিবর রহমান কলেজের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও রোভার স্কাউটস সংশ্লিষ্টরা গভীর আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজন শিক্ষা, স্কাউটিং ও সমাজসেবার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবেন।

Share This