বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন সাবেকুন নাহার শিখা

জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।
আজ রোববার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউজ মোড় এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাদা প্রাইভেট কারে উপস্থিত হয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি তার প্রার্থিতার ঘোষণা দেন। এ সময় তিনি শহরের পাঁচুর মোড় হয়ে পাঁচবিবির উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় সাবেকুন নাহার শিখা বলেন, আধিপত্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সমর্থক তালিকা জমা দিতে হবে।
তিনি জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।

Share This