বিরল প্রতিনিধি
বিরলে উপজেলা পর্যায়ে সরকারি কর্তৃপক্ষ ও স্থানীয় সুশীল সমাজের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্প পল্লীশ্রীর আয়োজনে বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা। সংলাপে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন আলোচনা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম, পল্লীশ্রী এর প্রকল্প ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান, উপজেলা সমন্বয়কারী মোছাঃ রাবেয়া খাতুন, এ্যাডভেকেসী লরিনা আক্তার, এসএফ তৃপ্তী রাণী প্রমূখ।