রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
আজ শনিবার বেলা ১১ টায়বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোতালেব হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহা সচিব মো. রহমত আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মো. তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।
আলহাজ্ব মো. মোর্শেদুজ্জামান কাঞ্চন-এর সঞ্চালনায় অন্যান্য পল্লী চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার ডাক্তার মো. মোজাহার আলী, পার্বতীপুর উপজেলা সাদাত ইবনে মাসুদ,আবু জাফর, কাহারোল উপজেলার আব্দুল মালেক।

Share This

COMMENTS