নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশ সফল করতে দিনাজপুরের ফুলবাড়ীতে মিছিল করেছে উপজেলা জামায়াত। আজ বৃহস্পতিবার বাদ আসর পৌর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে এই মিছিল বের হয়।
এসময় বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী অংশ গ্রহণ করেন। মিছিলটি পৌর শহরের ঢাকামোড়, রেলগেট, কাঁটাবাড়ী এলাকা ঘুরে আবারও বাসস্ট্যান্ড জামে মসজিদে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, জেলা ইউনিট সদস্য ও বৃহত্তর দিনাজপুর জেলার সাবেক শিবির সভাপতি সুলতানুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল হক, পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও পৌর সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলাম, শিবিরের উপজেলা সভাপতি তানভীর হোসেন সহ সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও নেতা কর্মীবৃন্দ।
বক্তব্য শেষে জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা ও ঢাকার সমাবেশ সফলের কামনা করে দোআ ও মুনাজাত করা হয়।