মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরের খানসামা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার পাকেরহাটে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিছুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর ও দিনাজপুর-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফতাব উদ্দিন মোল্লা।
কর্মী সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের করণীয় ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।

Share This