রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমান এর অবমাননার প্রতিবাদে দিনাজপুরে সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার আয়োজনে আজ শনিবার দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং ক্রমাগত মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করেছে জামায়াত এবং এনসিপির নেতারা। এটা তো স্বাভাবিক। এটাতো ওরা করবেই। এটা তাদের চরিত্র। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজও দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মহান স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে পদদলিত করছে।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলীয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কবিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের নেতা এম.এ শহিদ, জহিরুল আলম রুকু, ওবায়দুল হক ভূইয়া, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের প্রস্তাবিত সম্পাদক ড. মন্টি প্রমুখ। এসময় জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Share This