বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু ছায়েদের বাড়িতে দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি
জুলাই ২০২৪-এর গণ-আন্দোলনে পঞ্চগড়ের প্রথম শহীদ রিকশাচালক আবু ছায়েদের মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানের হাট গ্রামে তার নিজ বাড়িতে এই আয়োজন করে বোদা উপজেলা বিএনপি।
গেল বছর ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু ছায়েদ। স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, শহীদের স্ত্রী মাজেদা খাতুন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের মত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ প্রতিরোধ করতে হবে।
তিনি শহীদ আবু ছায়েদের মৃত্যুর স্মৃতি তুলে ধরে জানান, মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে আবু ছায়েদ শহীদ হন। পরে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই, তিনি পঞ্চগড়ের মানুষ।
তিনি অভিযোগ করেন, শহীদের লাশ দাফনেও বাধা দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপি কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করেন।

Share This