জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল

পঞ্চগড় প্রতিনিধি
জুলাই–আগস্ট মাসে গণ–অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে পঞ্চগড়ে মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শাহজাহান সিরাজসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন,
“জুলাই–আগস্টের চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগোতে হবে। কোনো অপশক্তি যেন বাংলাদেশকে ঘায়েল করতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না—জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার আদায় করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, শহীদ পরিবারের সদস্যরা এখনও জানতে চান—এই হত্যাকাণ্ডের বিচার কবে হবে। “এই প্রশ্নের উত্তর আমাদের নেই, তবে আমরা সংকল্পবদ্ধ, শহীদদের স্মৃতি রক্ষায় বিএনপি সবসময় পাশে আছে এবং থাকবে।”