রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে খানসামায় শপথ পাঠ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এবং শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
খানসামা প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের উপকারভোগী, স্থানীয় এনজিও প্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকারে শপথ পাঠ করানো হয়।

Share This