রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ শনিবার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ভার্চুয়ালি একযোগে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. জহুরুল হক সরকার, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মাজেদ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদ রানা, জুলাই যোদ্ধা (সভাপতি জুলাই সংসদ) আমিনুল ইসলাম, জুলাই কন্যা মৌটুসী রহমান ইনান প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন তাসনিয়া তাবাসসুম বিনতে ফেরদৌস, জিয়াউর রহমান জিয়া, সূর্য্যি খাতুন, মোস্তফা কামাল, রাশেদুজ্জামান আশিক।

Share This