মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে মাটির কুপে পরে ২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৩৮) ও শালচুড়া গ্রামের মৃত নিল মোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ( ৩২)। এঘটনায় মহাদেব (২৫) নামে আরো একজন আহত হয়েছে। আহত মহাদেব রাংটিয়া গ্রামের মেদিনাথ কোচের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিরঞ্জন কোচ তার পরিবারের সদস্যদের পানির চাহিদা পুরনের জন্য তার বাড়িতে একটি কূপ খনন কাজ হাতে নেয়। গত কয়েক দিনে কূপ খনন কাজ শেষ হয়। রবিবার নিরঞ্জন কোচ ও তার ভায়রা নারায়ণ কোচ কূপে সিমেন্টের রিং বসানোর কাজ করছিলেন। এক পর্যায়ে পা ফসকে কূপে পরে যায় বড় ভায়রা নারায়ণ কোচ। তাকে কূপ থেকে উঠাতে বাশ দিয়ে কূপে নামলে অক্সিজেনের অভাবে দুইজনেরই মৃত্যু হয়। কোমড়ে দড়ি বেঁধে মহাদেব তাদের উদ্ধার করতে কূপে নামলে তিনিও আহত হয়ে পরে। এসময় লোকজন দড়ি টেনে উপরে উঠালে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কূপ থেকে নিহতদের মৃত দেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This