ঝিনাইগাতীতে ১০ কিলো সড়ক সংস্কারে হাজারো মানুষের দুর্ভোগের অবসান

শেরপুর সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতীতে ১০ কিলোমিটার সড়ক মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। শেরপুরের সড়ক ও জনপদ বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠান বলেছেন ২ মার্চ শুরু হওয়া কাজটি আর ১ সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। এতে এ সড়কে যাতায়াতকারী হাজারো মানুষের দুর্ভোগের অবসান হবে।
জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কোয়ারিরোড থেকে ঝিনাইগাতী উপজেলা সদর পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার সওজের সড়ক দীর্ঘদিন ধরে যানচলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। ফলে এ সড়কে যাতায়াতকারি যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সম্প্রতি সড়কটি সংস্কার কাজ হাতে নেয় সরকার। ব্যয় ধরা হয়েছে কোটি টাকা। টাংগাইলের মেসার্স ভুইয়া কনাক্ট্রাশনের স্বত্বাধিকারী গোপালপুরের কাজি লিয়াকত বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলামের সরাসরি তদারকিতেই চলছে সংস্কার কাজ। নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, ১ সপ্তাহের মধ্যে সড়ক সংস্কার কাজ সম্পন্ন হবে। আর এ সড়ক সংস্কার হওয়ায় সড়কে যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।