দেশ ক্রীড়া ডেস্ক
আলাপটা তখন উঠেছিল, যখন ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্তর সরে দাঁড়ানোর খবর চাউড় হয়। শোনা যাচ্ছিল, টেস্ট ও ওয়ানডের দায়িত্ব মেহেদী হাসান মিরাজকে দিয়ে সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হচ্ছে তাওহিদ হৃদয়কে। তবে শান্তকে অধিনায়ক করেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। আজ বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার যাচ্ছেন সেখানে। তার মধ্যে আছেন হৃদয়ও। আজ বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হৃদয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের ব্যাপারে। হৃদয় বলেন, এ বিষয়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তারা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।
অধিনায়কত্বের চাপে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারছেন না, তাই শান্ত দায়িত্ব ছাড়তে চাচ্ছেন বলে প্রতিবেদনে জানিয়েছিল জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এবার হৃদয় সেই চাপ নিতে তৈরি কি না এমন প্রশ্নে হৃদয় বলেন, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।