ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (রোববার) দুপুরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি রাশেদুজ্জামান মলয় ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ বাবু ও সহসভাপতি শরিফুল ইসলাম শরীফসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। পরে এক প্রীতিভোজ এর আয়োজন করা হয়।