বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তারুণ্যের উৎসব উপলক্ষে দিনাজপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে দিনাজপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী অংশ নেয়।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর জিরো পয়েন্ট গোর এ শহীদ বড় ময়দান থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে প্রায় সাড়ে ৮ কিলোমিটার দূরত্বে ঐতিহাসিক রামসাগর ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয় সাড়ে ৮ টায়।
ম্যারাথনে ৩০ মিনিট সময় নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ক্রীড়াবিদ মো. হানিফ হোসেন (জার্সি নং ২৬) প্রথম স্থান অর্জন করেন। আর জীবনে প্রথমবার ম্যারাথনে অংশ নিয়ে ৩১ মিনিট সময়ে দ্বিতীয় স্থান অর্জন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (জার্সি নং ১১৫) এবং ৩৪ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো. রেজওয়ান (জার্সি নং ৬৫)।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সকালে জিরো পয়েন্টে ম্যারাথনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম।
ম্যারাথনে অংশ নেয়া প্রথম ১০ জনকে নগদ অর্থ ও মেডেলসহ সর্বমোট ৫০ জনকে সনদ প্রদান করা হয়। মেয়েদের মধ্যে সনদ পেয়েেেছন মোছা. মাসুদা আক্তার মিতানুর (জার্সি নং ২০২) ও গ্রেশি টুডু মারিয়া (জার্সি নং ২০৪)।
রামসাগর ডাকবাংলো চত্বরে সমাপনী ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম। তিনি বলেন, তারুন্যের উৎসবের শেষ দিনে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার জন্য এই আয়োজন। এসময় জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও হাবিপ্রবি’র ভারপ্রাপ্ত পরিচালক মাহবুব উল আলম। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ম্যারাথনে বিচারকের দায়িত্বে ছিলেন ওবায়দুর রহমান, মো. আনোয়ারুল ইসলাম, নুরুজ্জামান বেলাল, ডালিম কুমার রায়, বিপ্লব তপন। উল্লেখ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ম্যারাথনে অংশ নেন।

Share This