সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরের কৃতি সন্তান অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা

 

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কৃতি সন্তান জিয়াউর রহমান খাঁন লিটন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সংবর্ধনা প্রদান।
আজ বুধবার রাত ৮ টায় মালদহপট্টিস্থ দিনাজপুরের কৃতি সন্তান অতিরিক্ত সচিব জিয়াউর রহমান খাঁন লিটন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবনে এলে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় তিনি চেম্বার ভবনে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালকবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক আলহাজ্ব মো. আবু বক্কর ছিদ্দিক, পরিচালক মো. রাহবার কবির পিয়াল, পরিচালক মো. শামীম কবীর, পরিচালক মো. আখতারুজ্জামান জুয়েল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সচিব শান্ত কর্মকার প্রমুখ।
দিনাজপুরের কৃতি সন্তান জিয়াউর রহমান খাঁন লিটন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানান চেম্বারের নেতৃবৃন্দ।

Share This