দিনাজপুর প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম ইনডেক্স সানরাইজ বাংলাদেশ জুনিয়ার ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৪ এ দিনাজপুরের বিকেএসপির চার খেলোয়ার সাফল্য অর্জন করেছে।
গত ১৩-১৫ ডিসেম্বর বিকেএসপি দিনাজপুরের ছাত্র মো. সাফাকাত রহমান অপূর্ব, মো. জিমতেহাম হুসাইন ফিহাদ, মো. রাইসুল ইসলাম রাজ, মো. ফুয়াদ হাসান ফারদিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৪ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাফল্যের সাথে জয়লাভ করেছে। শহীদ তাজউদ্দীন আহম্মেদ ইনডোর স্টেডিয়ামে দিনাজপুর বিকেএসপি’র চারজন খেলোয়াড় অংশগ্রহন করে কৃতিতের সাথে জয়লাভ করায় প্রশংসায় ভাসছেন তারা।