সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু

দিনাজপুর প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় দিনাজপুরে ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন স্কুল ও ক্লাবের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। যার মধ্যে ২৫ জন ছেলে এবং ১৫ জন মেয়ে।
আজ সোমবার বিকেলে দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গোর এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম।
উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, একজন ভালো খেলোয়ার বা একজন ভালো শিক্ষার্থী হতে হলে চাই অধ্যাবসায়। তাই বলে লেখাপড়া নষ্ট করে শুধু খেলাধুলায় মন দিলে চলবে না। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন সোনালী অতিত ফুটবল ক্লাবের শামীম আহমেদ, ইকবাল হোসেন, হাসিনুর, নূর আলম হক খোকন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মো. হযরত আলী অনিক।
আয়োজকরা জানান, ২১ দিনব্যাপী প্রশিক্ষণ চলবে প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলা। প্রশিক্ষণ প্রদান করবেন সাবেক ফুটবল খেলোয়াড় এএফসির সি প্রশিক্ষণপ্রাপ্ত কোচ মো. সোহেল রানা এবং নুর ইসলাম বেলাল। প্রশিক্ষণ শেষে ৬ জনকে বাছাই করে রংপুর বিভাগে পাঠানো হবে। এভাবে রংপুর বিভাগের জেলা থেকে মোট ১৬ জনকে বাছাই করা হবে। যারা ঢাকায় অনুষ্ঠেয় ডেভেলপমেন্ট কাপ খেলবেন।

Share This

COMMENTS