দিনাজপুরে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও অ্যাথলেটিক্সের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় দিনাজপুরে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও ২১ দিবন্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ বুধবার বিকেলে জিমন্যাসিয়াম ভবনে প্রধান অতিথি হিসেবে অ্যাথলেটিক্স প্রশিক্ষনের উদ্বোধন করেন দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দীন।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন রংপুর বিভাগের সদস্য রিয়াদ মাহমুদ ইসলাম। এসময় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, সাবেক ফুটবল খেলোয়াড় এবং এএফসির সি প্রশিক্ষনপ্রাপ্ত কোচ মো. সোহেল রানা এবং কোচ নুর ইসলাম বেলালসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী আলোচনা শেষে ফুটবল প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের সনদপত্র এবং অ্যাথলেটিক্স প্রশিক্ষনার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ অ্যাথলেটিক্স প্রশিক্ষনে দিনাজপুরের বিভিন্ন স্কুলের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গোর এ শহীদ বড় ময়দানে ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষনে জেলার বিভিন্ন স্কুল ও ক্লাবের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। যার মধ্যে ২৫ জন ছেলে এবং ১৫ জন মেয়ে।