রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুর এর উদ্যোগ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড এবং রিকোভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) : রি-ইন্ট্রিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্টস প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল- করিম।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত -ই-রাব্বান।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ওয়েলফেয়ার সেন্টার এর সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন দপ্তর ও সেক্টরের প্রতিনিধিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন,সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতিকে ওয়েল ফেয়ার সেন্টারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share This