প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৭:২৩ পূর্বাহ্ণ
দিনাজপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক
দেশ মা ডেস্ক
অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) এক জওয়ানকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফের ওই সদস্যকে আটক করা হয়। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এ সময় তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.